আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ৫টি আর্মি মেডিকেল কলেজ এর সাথে নতুন করে Noubahini Medical College - Chattogram যুক্ত হয়েছে।

যে সকল আবেদনকারী ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখের পূর্বে আবেদন করেছেন, তারা যদি কলেজ পছন্দক্রম পরিবর্তন করতে ইচ্ছুক থাকেন, তাহলে আগামী ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে নতুন করে  http://afmc.teletalk.com.bd/ আবেদন করতে হবে এবং পেমেন্ট কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে পূর্বের আবেদনটি বাতিল হবে। 

অন্যথায় আপনার পছন্দক্রমে সর্বশেষ চয়েজ Noubahini Medical College - Chattogram অটোমেটিক যুক্ত হবে। এর জন্য নতুন করে আবেদন করার কোন প্রয়োজন নেই।